- Get link
- X
- Other Apps
সারাটা দিনের ব্যস্ততার শেষে
রক্ত রাঙা আলোর পসরা গুটিয়ে
একরাশ ঢেউয়ের কোলাহলে সন্ধ্যা নামে
সন্ধ্যা নামে দিন শেষ হয় বলে
সন্ধ্যা নামে রাত শুরু হয় বলে
সব কাজ শেষ হলে সন্ধ্যা নামে৷
এখন শুধু দুরন্ত রাত্রির অবসর
সব ভুলে থাকা ৷
ঠিক আজ যখন সন্ধ্যা নামে
সে সন্ধ্যা তখন গলতে শুরু করেছে,
আর একটু পরে...
মিশে যাবে রাত্রির উষ্ণ শরীরে ৷
কিন্ত….
সন্ধ্যে নামার আগে
বাসের ভিড়ে দুঃখ ঘুরে বেড়ায়
কষ্ট লাগা মনের কোণে কোণে
খুব সাহসে স্বপ্নগুলো মাখায়
সন্ধ্যে নামার আগে
স্বপ্ন হারা নিশি কন্যা শরীর দিতে দাঁড়ায়
আর সুশীল পুরুষ সমাজ সেবক
শান্তি খোঁজে পাড়ায়
“তুমি যাও.. পরিচিত কোনো ডাকে…
বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে..”
Location:
Kolkata, West Bengal, India
- Get link
- X
- Other Apps
Comments